দূষিত আজ এ আকাশ বাতাস
   দুঃখ কষ্টের বাষ্প বিষে;
প্রেমপ্রীতিতে এক মরুময়তা
   আলোর গলাটিপে তমসে।


স্বচ্ছ ভাবনার উচ্ছ্বাস উল্লাসে
  হাসে কেউ ঐ শকুন হাসি;
বুভুক্ষু যারা ছাড়ছে দীর্ঘশ্বাস
  শুধু বাড়ছে কঙ্কাল রাশি।


ফুলে ফেঁপে উঠছে কত পেট
   শখে আবার থাকে উপোস;
যাদের নেই এক মুঠো ভাত
   নিয়ত হচ্ছে তারা বেহুঁশ।


মানবতা নেই,প্রতারণা খেলা
   মানুষেই এ মানুষ পিষে;
শব্দ,প্রেম প্রীতি সহায় সদয়
   অভিধানে পড়ে রয় শেষে।


শ্বাপদে আর মানুষে কৈ ভেদ
   আজ যেন অভিন্ন সারিতে;
আর কতদিন তবে,হবে সাক্ষী
   মানব অস্তিত্ব পৃথিবীতে ?


          রচনা:২০১১