বাংলাদেশে ফলতো ফসল
নাম সোনালি আঁশ,
পাকিস্তানি আসার পরে
চাষি হলো দাস।


শরীরের ঘাম পায়ে ফেলে
দেশে হতো পাট.
পাকিস্তানের শাসকগোষ্ঠী
তা বেচে হয় লাট।


পাকিস্তানের এমন কান্ডে
জাগলো দেশের লোক,
আর দেব না দেশের সম্পদ
যতই যুদ্ধ হোক।


যুদ্ধে হেরে পাকবাহিনী
ছাড়লো মোদের দেশ,
স্বাধীন বাংলা পেয়ে এখন
আমরা আছি বেশ।


আমার দেশের যত ফসল
সব আমাদের চাই,
কেড়ে নিতে আসলে কেহ
করব যে জ/বাই।


স্বরবৃত্তঃ ৪+৪/৪+১