সবুজ শেফালি, স্বচ্ছ সোনালী
   ক্ষেতের নেই তো শেষ।
কৃষাণ চলেছে লাঙল কাঁধে
     সাথে জোড়া মেষ।

দোয়েল-শ্যামা, ফিঙে ডাকে
     গাছের ডালে বেশ।
মোরগ ডাকে সাত সকালে
      রাত্রি হলে শেষ।

  সূর্য জাগে নিত্য ভোরে
     নদীর জ্বলে বেশ।
শিশির ঝরে সবুজ ঘাসে
  এই তো মোদের দেশ।




                                                                         ২০ আগস্ট ২০১৯
                                                                        রসুলপুর, বাংলাদেশ।