নৈঃশব্দিক পতন
রহমান মুজিব


আমি যখন পড়লাম কোন শব্দই হলো না
শুধু দিয়ে গেল দোয়েল দুনিয়া কাঁপানিয়া শিষ
আকাশ সুবর্ণ হল আরেক রকম নীলে
দশ টাকার গোলাপ হয়ে গেল কোটি টাকা দামি।


আমি যখন পড়লাম কোন শব্দই হলো না
বাতাসের কানে ঝরনারা সংগীত দিল
পাখিরা আপন আনন্দে মাতাল বনানীর মন
জলকেলি জলকেলি বলে দুটো বুনোহাঁস নেমে এল জলে।


আমি যখন পড়লাম কোন শব্দই হলো না
শুধু উল্লাসে অন্তর তরঙ্গিত হলো
ক্রন্দনরত বালিকাটি কান্না ভুলে খেলতে গেল ছি কুত কুত থা–
আমি ভালোবেসে তোমাতে মরলাম
আর নিজেকে নতুন আবেগে পড়লাম।