তুমি নির্মম হলে
রহমান মুাজব


তুমি নির্মম হলে বসন্ত চলে যাবে একাকী নির্বাসনে
কোকিলেরা ডেকে দেবে হরতাল লাগাতার–
সবুজ পাতারা ফেঁটে পড়বে তুমুল বিক্ষোভে
বাগানের সমস্ত গোলাপ হ্যামিলনের ইঁদুরের মতো
দেবে আত্মাহুতি বঙ্গোপসাগরে–
সফেদ শাড়িতে গণলাশ হবে বর্ণালীপাখনার প্রজাপতি।
কালোব্যাজ পরে হুলুস্থূল বাঁধিয়ে দেবে
পলাশ পারুল পারিজাত শিমূল কৃষ্ণচূড়া
এমনকি তোমার ডাগর দুটি চোখ
হাসলেই যারা অবিরাম নর্তন করে
ওরা আর নাচবে না–
হাজার নূপুর পরালেও পায়ে
অনড় দাঁড়িয়ে পড়বে দমবন্ধ দেয়ালঘড়ির পেন্ডুলাম।


দোহাই সজনি অতটা নিষ্ঠুর হয়ো না
রক্তপিয়াসী ড্রাকোলার মতো।