মশার কামরে যখন চামড়ায় পচন ধরেছে
প্যালেস্টাইিনিয়ান বেবিদের
বায়তুল মোকাররমের আশে পাশে তখন
পেস্টিসাইড ধোয়া নির্গমন মেশিন হাতে
দাড়িয়ে আছে কয়েকজন আহাম্মুকের দল।


মুয়াজ্জিন সাহেবও আজকাল দেখি
আজান শেষে মশা নিধনের শ্লোগান দেয়।


‘আন্তর্জাতিক মশা নিধন কমিটি’ আয়োজিত
প্রতিবাদ সভায় মাঝে মাঝেই জ্বালাময়ী বক্তৃতা দেন
সেকিউলারিজম অ্যাডোপ্টেড মাননীয় নেতারা,
কার্জন হল থেকে কলাভবনের বারান্দাব্দি বিচরিত
সবক’টি কীটপতঙ্গের শিরায় শিরায়
প্রতিবাদের আগুন জ্বালিয়ে দেয় ‘সর্ব ধর্ম সংরক্ষণ পরিষদ’,
ঢাকাসহ সারা দেশের প্রধান প্রধান সড়কগুলোতে
হামেশাই মৌন মিছিলের আয়োজন করে
ধর্মাধিকার নিশ্চিতকরণ সামাজিক সংগঠন।


এ আহাম্মুকদের এহেন প্রতিবাদ প্রতিরোধ তবুও
মশার সাবলীল কামড়াভিযানে
কখনও কোনভাবেই ব্যাঘাত ঘটাতে পারেনি।