হয়ত খুব সহজ চলে যাওয়া, তাই চলে গেলে
সব ভালো লাগা, খুনসুটি, চোখে চোখ রেখে
তারা গোনা,  কিংবা খুব গভীর কন্ঠে পাশে থাকার প্রতিশ্রুতি ;
কত সহজে ভুলে যাও :
তুমি, তোমরা, তোমাদের তোমরা,
খেলার ছলে হাতে নিয়ে নেড়ে দেখলে;
আকর্ষন হারাতেই ছুঁড়ে ফেললে জলে,
যেন হঠাত সুখের পরশ পাওয়ার লোভে
কারো মনের দরজায় খুব টোকা;
তারপর স্বভাব বশত ভালোবাসা
ভালো লাগার কানামাছি খেলা:
আবার মনের খেয়ালে অন্য কারো
দরজা বা জানালায় টোকা।
আচ্ছা তোমরা কি কখনো ভাবো
যাদের মনের অলিতে গলিতে পচা বিষ ছূড়ে যাচ্ছো,
উপহাসের অট্টহাসিতে লুকাচ্ছো পাপ;
সেই পাপের চিহ্ন টেনে চলেছো
ঠিক জীবন রেখার সমান্তরালে।
যাকে খুব আবেগে বুকে জড়িয়ে
আবার নিছক অবহেলায় পায়ে মাড়ালে,
তার চোখের কোণের চিকচিক করা
জল ও ডাকতে পারে বান।তুমি, তোমরা, তোমাদের তোমরা ভাবো এভাবেই কাটবে দিন।
মিথ্যে প্রেমের বাসর সাজিয়ে,
দিনকি কাটে? সময় কি থাকে থেমে?
তোমার ভালোবাসার তীব্রতায় যেমন মাতাল হয়েছি,
স্রোতের মতন তোমার বুকের বেলাভূমিতে আছড়ে পড়েছি,
আদরে আদরে রেশমের মতন গুটিয়েছি,
আজ তোমার অবহেলায় -
আরো আরো বেশী গুটিয়ে গেলাম যেন :
বুকের কোটরে ঝোলালাম তালা।
আবেগ, বিশ্বাস,  ভালো মন্দ
হিম করা নিশ্বাস সবটুকু উবে গেলো
তোমার নির্জলা মিথ্যের প্রবল ফূ তে,
জানি ভালোবাসোনা,  বাসোনি কোনদিন
তাতে কি? জেনো আমার দু:খ গুলো কখনো ছেড়ে যাবেনা তোমায়;
চাপা ওই কস্ট গুলো শ্যাওলা বিছিয়ে যাবে পথে পথে।
তাতে হোঁচট খেয়ে তুমি উঠে দাঁড়াবে আবার হোঁচট খাবে;
তারপর একদিন দেখবে উঠে দাঁড়াতে পারছোনা
দিনশেষে ভাদরের শেষ খেয়ায়
কোন প্রমোদিনী সংগ দেবে না তোমায়।
তুমি, তোমরা, তোমাদের তোমরা
ভালোবাসাহীন হয়েই ঝরবে।
ঝরা পাতার মতন..... টুপ।