মানুষ চিনতে আজো ভুল হয়;
কেউ কাছে এসে আদর ভরে কথা বললেই
তাকে খুব আপনার মনে হয় ,
মনে হয় যেন এতদিনে মিললো মনের মতন কেউ
যাকে মনের জমাট কষ্টগুলো বেটে হালকা হবো খানিকটা।
অথচ যখন নির্ভরতা চেপে বসে
ফুলেল বাতাসে মৌ মৌ মনের আনাচ-কানাচ
ঠিক তখন,
কাছের সেই মানুষটি যেন চোরাবালিতে ডুব দেয়
যে মানুষটি সকাল বিকেল আমার ভালো মন্দের খবর নিচ্ছিলো,
আদান প্রদান চলছিলো যত সুখ আর অসুখের,
সে মানুষটিই যেন হঠাৎ তুমুল ব্যস্ত,
তাকে দেখছি ঘুরতে ফিরতে, সোশাল মিডিয়াতে ঝড় তুলতে
অথচ কি অদ্ভুত!
কোন এক জাদুতে আমি অদৃশ্য তার পৃথিবীতে।
আমার ও তার মাঝখানে কোন পুর্ব ঘোষনা ছাড়াই
সটান দাঁড়ানো এক ঈট সুরকীবিহীন দেয়াল।
ভুল-শুদ্ধ, ভালোবাসা -বিস্মৃতি
একে অপরকে আশ্রয় করে নেয় পরম মমতায়
এতটা সময় পেরোলো তবু মানুষ চেনা হয়ে উঠলোনা।
কেবলই অবান্ধব চিনে চলেছি।