কেমন একটা মন হারানো দিন
রোদের রঙে  দুঃখেরা রঙিন ।
সব হারানোর কান্না বুকের খাঁজে
সকাল সন্ধ্যা এক সুরেতেই বাজে ।
ঘাসের চুলে শিশির মাখায় মায়া
যেদিক তাকাই পড়ছে তারই ছায়া।
ছায়ার মানুষ থাকে যোজন দূরে
মনের ভেতর কষ্টগুলো পুরে।
ঘুমহীন রাত খেলছে কানামাছি
মধুর চাকে বন্দী রানী  মাছি।
সুখের ঘরে ঘুন পোকারাই ঘোড়া
সুখ পাখিটা ভুল রংগেতে মোড়া।
তবুও জীবন যাচচ্ছে হেসে খেলে
দিনের শেষে সুজ্জিটা যায় হেলে।
হৃদয় ক্ষত টাটায় তোমার ছলে
প্রেম কে কি আর ভালোবাসা বলে?