আমিই শ্রেষ্ঠ আমিই সবার সেরা
মাটির আদম সেজদা দিবো
হে শ্রষ্ঠা ব্যাখ্যা চাই চুলচেরা।
আল্লাহ বলেন খামোশ রে ইবলিশ
অহংকারই ছড়ালো তোর বিষ,
হোক না রে সে আগুন, মাটি,নূর
আমার সৃষ্টি, আমার আদেশ
তুই যে পাপী ধরলি ভিন্ন সুর।



এত্ত খোদা ভক্ত ছিলো যে জন
এক লহমায় কিনলো দোজখ
হলো খোদার রোষের আড়ক
বেহেস্ত হতে হলোই রে তার পতন।



তারপরও তুই জাবর কাটিস?
ধর্মের নামে কুৎসা বাটিস?
শুনে রাখরে ভাই বেরাদর
সব আদমের এক কারিগর।
রক্ত স্রোতে হাত রাঙাবি
ওদের মেরে বেহেস্ত পাবি?



শোনরে অধম, পাপিষ্ঠ প্রাণ
কোরআনই তোর মনের চাবি।
পুণ্য ই যদি করতে রে চাস
সৃষ্টিরে তুই আজ ভালোবাস
দম্ভ, ঘৃনা ভুলে গিয়ে
ঈমান খানা বুকে নিয়ে
সৃষ্টি সেবায় আজ নেমে পড়
স্বর্গ সুখে ভরবে রে ঘর।