আকাশ ছেড়ে নামবে জোছনা,
চারপাশে জোর প্রন্তুতি চলছে;
রুপালী স্রোত গায়ে জড়িয়ে নিস্পাপ হবে পৃথিবী।
ধানের ক্ষেত, মরা ডোবা, পুকুর পাড়ে ঠায় দঁড়িয়ে থাকা
জামরুল, বাঁশঝাড়, পাটিপাতার বন, পুরনো কবরস্থান
সব কেমন মুখ তুলে হা করে জোছনা শুষতে উন্মুখ।
সব কেমন চুউউউপ।
শুধু একদল তরুন বখাটে ঝিঁঝিঁ পোকার দল
থেকে থেকে কোরাস তুলছে ঝিঁ ঝিঁ ঝিঁক
হঠাত যেন বাতাস ফুঁড়ে পুকুরটার কিনার ঘেষে
এগিয়ে আসছে একটি ছায়া,
এরপর আরেকটা তারপর আরো দুই।
খুব দ্রুত এগোচ্ছে ওরা, ভীষন তাড়া।
কবরস্থানের সামনে এসেই ছায়ারা দাঁড়িয়ে পড়লো।
একটু পর নীরব বাতাসকে বিদীর্ণ করে
কেউ যেন গুঙিয়ে উঠলো
একটি ছায়া টুপ করে ঝরে পড়লো মাটিতে।
আর ঠিক সে সময়, টুপ শব্দকে ছাপিয়ে
রিমঝিম, ঝিরঝির শব্দে নামলো জোছনা
নেশায় চুড় হলো প্রকৃতি,
পৃথিবী শুদ্ধ হলো জোছনার রুপোলী জলে,
শুধু একটি ছায়া নিথর হয়ে পড়ে রইলো খানিক দূরে।