পথ কে তুমি বললে ডেকে
এমন কেন থাকিস বেঁকে?
যখন যে পথ হাঁটবো ভাবি
তুই তখনই উল্টে যাবি ?



পথ বলে তুই চিনিস যদি
সোজাই পাবি নিরবধি
কাঁদিস না রে ও অভাগা
সাহস করে একটু আগা,
অচেনা পথ হেঁটে গেলে
নতুন আলোর দেখা মেলে।



ঘরেই যদি থাকিস বসে
এদিক ওদিক হিসেব কষে
ওখান টাতেই যাবি থেমে
জট বাঁধা চুল উঠবে ঘেমে।



থেমে থেমেও হাঁটিস যদি
পেরোস সাঁকো একটু নদী
পথের শেষটা মিলবে জানিস
স্রষ্টা কে তুই একটু মানিস।
পথই তোকে দেখাবে পথ
নতুন ভোরে কর এ শপথ।


২৫.০৭.২০১৬