মিষ্টি স্বপ্ন গুলোকে ছোঁবে বলে
টলো মলো পায়ে
সিঁড়ি টপকাচ্ছে মেয়েটা
কখনো বাবার হাত ধরে
কখনো বা মায়ের
এরপর এলো বন্ধুদের
হাত বাড়াবার পালা


সকুল, কলেজ ,কবিতা , গান বিতর্ক
কত কত স্বপ্নের হাতছানি
হই হুল্লুর চাঁদের গাড়ি
কু ঝিক ঝিক চুড়ি শাড়ি
চা সিঙ্গারা শিল্পকলা
দু আঙুলে শিস বাজিয়ে
দম না ফেলে কথা বলা।
জীবন এক ছট্ফটে ঘাস ফড়িং।


এক সকালে মেয়েটি
বৃষ্টি শূণ্য আকাশে দেখলো রংধনু
"যাবি রে মেয়ে আমার সাথে
মন নদীতে আসছে জোয়ার
দৃষ্টি আঠায় আটকে পড়া
মাকড়শাটা দিনে রাতে
বুনছে সুতো গুনছে প্রহর
তোর আঙুলে আঙুল ছোঁয়ার।"


রংধনুর রঙ্গে পা পিছলে
গড়িয়ে পড়তে পড়তে
মেয়েটি দেখলো সাজানো ঘর
ফ্রিজ ভরা ঠান্ডা পানি
নানান নামের চাদরে ঢাকা
কিছু প্রিয় মুখ
রাতজাগা চোখে
কালো মেঘের তুলি


তুলতুলে ছোট বড় হাতের জাদুতে
পুরনো ওই হাতগুলো
কোথায় যে  মিলিয়ে গেলো
তার সাথে হারালো স্বপ্ন সিড়ির ম্যাপটি ও
মেয়েটি পরাবাস্তবতার জীবন ছেড়ে
নারী হয়ে উঠলো।