সূ-দুর প্রসারী পরিকল্পিত ধ্বংস!
সুদম্য পাতাল নগরীর বুকে,
সম্রাজ্য চালাই অতি সুখে।
উদারতার ক্ষমায় দিক্ষিত,
মুখ ঢাকলো বিরোধীতন্ত্র।
অন্ধের নগরে আবদ্ধ,
অতি প্রকাশ্যে অপ্রতিরোধ্য।
দেশ প্রন্তরে ক্ষুদ্র চিহ্ন,
বক্ষ ভরা অসীম চক্র।
এ কি দূরাশা?
নাকি বিভিষিকা?
গনতন্ত্র চিহ্নিত---
নাকি একন্ত আপন ভাষা!
ধ্বংসের কড়াল চিহ্নিত গ্রাস;
সম্রাজ্যের বিশাদ ত্রাশ।
বৃক্ষের সমাজে কাঠের বিপনী,
চিত্রল তরুন হরিন রপ্তানী।
বাশি বাজে নাকো মুক্ত,
রক্ত প্লাবন যুক্ত!
সবুজ ঘাসের বক্ষে জমাট,
মৃত্তের পিঞ্জর ললাট!
কঠিন আগলে মানব বন্ধন-
ধ্বংস কর যত ক্রন্দন!
হ্নদয়ে অনল বিদ্ধস্ত বিপন্ন,
সিংহের গর্জন ব্যাপ্তি-
মুক্ত দেশে ধন্য হয়ে
রুখে দে শাস্তি।