চিঠিতে আমারই নাম বুনে গেলে রোজ,
বুকে পোষা মায়া আর ভেজা মনে তুমি করেছ তাঁহার খোঁজ।
এনে দিতে পারে সে গোপনে তোমার হাসি,
মনে দিতে পারে সুখ-বৃষ্টি রাশি রাশি।
আমি কালি দিব
তুমি বইয়ের পাতায় পাতায় লিখো-তারে ভালবাসি।


ঘুমিয়ে পড়েছে পাড়াত মায়ার ভুবন
বাজিয়েছে তবু সুর না উঠা বাঁশি।
জেগে থাকা চাঁদে জেগেছে তোমার স্বপন,
বাতাস শুনেনি মৃদুকণ্ঠী হাসি।
আমি বলিনি তোমায় যাও বেসে ভালো আমায়;
আমি বলিনি তোমায় ভুলে যাও কভু তাঁরে।
আমি বলেছি নিজের বুকের শব্দ শুনো,
তুমি বুঝে যাবে মায়া দাড়িয়ো স্তব্ধ আঁধারে।


ভালবেসে যাই।
ভালবেসে যাও।
ভালবাসাতো সময়ের কাছে হারেনা।
হয়ত মুখ পাল্টে যায় কিংবা পাল্টায় না।