আল্লহা তালা আল্লহা তালা
মিটাও মোর মণের জ্বালা।
রেহেম করো রেহেম করো
মণের ভিতর জোর ভরো।
কসম করে বলছি আজ
তিন বেলা পড়ি নামাজ।
মক্কা মদিনা সব ঘোরা
তবুও কেন মণ মরা?
ঈদ বখরিদ সবাই খুস
আমিই একা অদ্ভুত।
সুভানআল্লহা একি দেখি
ফকির সাহাব এতো খুশী?
ফকির সাহাব ফকির সাহাব
আমাই দেখে হাসছ কেন
দাও জবাব দাও জবাব।
আবার হাসে,পাগল নাকি?
কথায় বাসা বল দেখি।
হাঁ হাঁ হাঁ ওরে ও পাগলা পলা
ডাকিস কেন আল্লহা তালা?
কে করেছে হাসতে মানা?
উড়াই দে হাসির ডানা,
দুনিয়ার তুই মেহেমান
জীবন নদীতে আন খুশীর বান।
কর জীব সেবা কর মেহেনত
আসবে হাঁসি পাবি জন্নত।
কবরে তো সবাই যাবো,
বাঁচার দিনে হেঁসে রবো।
সুভানআল্লহা ফকির সাহাব
সত্তি তোমার নাই জবাব,
কথায় ফকির তোমার বাসা?
শিখলাম আজ ভালোবাসা,
দুঃখ ভুলে একটু হাঁসা।
হাঁ হাঁ হাঁ আমি ফকির
আমার কনও ঠিকানা নায়,
মন্দির মসজিদ গির্জা
যেখানে শান্তি পাই থেকে যায়।
ফকির সাহাব ফকির সাহাব?
কথায় গেলে?এই তো ছিলে।