দূর আকাশে যাচ্ছে দেখা,
কালো মেঘেরই ছায়া।
চারিদিকে সবাই ডাকছে শুধু,
আসবে কখন তারা।
তার দিকে মুখ তুলে চেয়ে আছে,
রৌদ্র-দগ্ধ মাঠ খানা।
শত প্রতিক্ষার সমাপ্তি ঘটিয়ে,
নামল বারির ধারা।
আকাশ ফেঁটে নামছে যেন,
স্নেহ-তৃষ্ণার মায়া।
এতো মায়া! মায়া নয়,
অপেক্ষিত বৃষ্টির ধারা।