পিয়া যদি ভুলে যাও এই আমায়
যদি ভালো না লাগে পথের সঙ্গ,
আর ইচ্ছে না হয় সম্পর্ক নামের বাঁধনে আটকে থাকতে,
তবে ভয় রেখোনা, দ্বিধা করোনা
অকপটে সত্য প্রকাশিত হোক।


পিয়া-আর যদি মন সাড়া না দেয়
রাত্রি বেশি হলে বাড়ী পৌঁছে দেয়া;
আর যদি উদ্বেলিত না করে
আমার কন্ঠ-
আমার লিখা
যদি সংকোচ জাগে মনে আমায়
পরিচিত কারিয়ে দিতে তোমার প্রিয়
ও কাছের মানুষের সাথে,
দ্বিধা রোখোনা মনে।


পিয়া-যদি ভয় হয় কিংবা আফসোস
আমায় ভালোবেসে দূরে সরিয়ে রেখেছো,
যদি মনে প্রশ্ন জাগে আমিও তো মানুষ।
হয়তো যন্ত্রনায় দগ্ধ হবো, ভোবো না
জীবনের বাঁকে বাঁকে যে আগুনে দগ্ধ হয়েছি ও হচ্ছি
তোমার ফিরিয়ে দেয় তাই এতোই স্বল্প যে
মনেই থাকবেনা হয়তো!


পিয়া-একটি জবাব দেবে? কি আমার অপরাধ?