সেই ঢেউয়ের আনাগোনা
আমি একা বসে আছি
সাগর পাড়ে আনমনা ।
একলা বসে দেখি ঢেউয়ের ভাঙা-গড়া
দূরে ডিঙি নৌকায় জেলেদের মাছ ধরা।


একলা বসে সাগর পাড়ে
তোমার কথা মনে পড়ে
কোথা তুমি প্রিয় মোর
কোথা তুমি মন চোর
কোথায় আছো মোর প্রাণের ভ্রমর ।


একলা বসে অবিশ্রান্ত ঢেউ গোনা
নীল সমুদ্রের গর্জন শোনা
আর চেয়ে থাকা ওই দূর দিগন্ত পাড়ে
যেখানে আকাশের সাথে সাগরের
মিলন হয়েছে বারে বারে ।


তোমার আমারও বহু যুগের মিলন
তুমি মলয় আমি কানন
ভালোবাসার রীতি এ যুগেও করো পালন
আজ শুধু তোমার আমার মিলনের অপেক্ষায়
বসে আছে সাগর কিনারায় ।