অনির্দিষ্ট
-----------------
রাজর্ষি যশ
অনির্দিষ্টই থাক জীবনের কিছু,
কিছু আদ্র মেঘলা বেলা অপেক্ষায় থাকুক বৃষ্টির।
স্তব্ধ বাতাসের নি:শ্বাসে দুরু দুরু অপেক্ষা থাকুক জীবন্ত;
ঝড়ের আগমনে।


দুরন্ত কালবৈশাখী আঘাত হানে শান্ত নীড়ে।
কিছুক্ষন ঝড়ের দোলায় অনির্দিষ্ট হোক আগামী।
আশার বুননে সাক্ষর থাক নতুনের।
বিলাসী আমি অনির্দিষ্টের টানে।
অনির্দিষ্ট অদৃষ্টই হোক নির্দিষ্ট , জীবনে।


কি আছে পথের বাঁকে?
কল্পনা পাখা মেলে উড়েছে সারা রাত।
নাহয় চায়ের আড্ডা জমুক এই নিয়ে ;
কিংবা হয়তো আলাপ হলো এই ছুতোয় কারোর সাথে।
তার চেহারাটাও থাক আবছা আবরনে,
কল্পনায় মাখা।
চামড়ার চোখ খুঁত ধরে বড় বেশি।
জন - অরণ্যে হারিয়েছে পথ-রেখা,


পথের শেষে পৌঁছে যাবো কি কোথাও!
নাকি পথের শেষে পথের ই শুরু হবে ?
এসব কথা নাজানাই থাক পথে ,
জানলে চলার রসদ ফুরিয়ে যাবে।