অস্তিত্ব রক্ষার বাসনায়
যাদের জীবন নিয়ে লুকোচুরি খেলছ ........
হে মহামান্য দেবতার দল,
তারা যদি না দেখে আগামীর সকাল ;
বিলুপ্ত হয় তোমাদের বদ অভ্যাসের ভাইরাসে ;
কাদের ঠকাবে ?

রঙ্গমঞ্চে তোমাদের নাটক দেখার দর্শকাসন
যদি শূণ্য থাকে
কারা দেবে ক্রিতদাসত্বের হাততালি ?

তোমাদের মন্দিরে
কারা দেবে হাড়, মাংস, রক্তের প্রসাদ ?

হরিরলুঠ'তো মন্দিরে হয় ,
তোমাদের মন্দিরে লুঠ ধর্মের মান্যতায়।

ধর্মস্থাপনে ক্ষুদ্র অধর্ম
সেতো মহাকাব্যের সম্মান প্রদর্শন ।

তবে একবার দেবতা হও
অগণিত দেবতা দেখুক আলোর রাত ,
নীলকন্ঠ হও একবার
সব বিষ কণ্ঠে জমা রেখে ।

শুধু একবার দেবতা হও ,
শরীরের সবটুকু দেবত্বের খোলস পুড়িয়ে ।

.