দুঃসময়ের ক্লান্তিতে, ভরে আছে, আমাদের এই কারখানা,
দেখেছি ভরেছি মনে, গো-গ্রাস দিয়েছে আজ -হানা।
ওরে, কে কোথায় আছিস, দেখ, আজি চোখ তুলে,
যাস না রে কেউ দুরে, যাস না রে, ভুলে।
একদিন এই কারখানা, দিয়েছিলো অন্নদান,
বেঁধেছিলো রেখে, কতো কতো মানুষের প্রান।
সে সব পুরনো ঋন, বাজায় আজ ভীতরের তরে,
করে উদ্ভাসিত, মন-অ-আঞ্চন, সময়ের প্রেক্ষাঘরে।
আজ তো আমাদের পালা, করিসনে রে আর ভয়,
দেখবি এই কারখানা, আসিবে ফিরে, নিয়ে এক সূযোদয়।।
মন থেকে নয়, সাহসের ভাষায় চল,
আজ এই যুদ্ধে, একতরে সমাহীন হয়ে, বাড়ায় বাহুবল।
জানি আজ দুঃসময়, কেনো আজ সরে ছাড়ি,
বাঁধায়েছি, বুক চিরে, প্রতিক্ষার অবসান পাড়ি।
আসবে আবার ,আমাদের বুকে, নিয়ে এক হাসি,
সেদিনও আমরা থাকবো, এই কারখানার পাশাপাশি।।