বালিকা তুমি কি গো?
কি করে যে বলি ভেঙে আমার ইগো।


বালিকা তুমি
দোলায়মান শিশুর নিষ্পাপ হাসি
কিংবা এক রশ্নি স্নিগ্ধ জোছনা,
নয়তো হেসে খুন হওয়া সাদা শাপলা রাশি
বুকের বাম পাশটায় এক চিমটি বেদনা।


বািলকা তুমি
ষোড়শীর হিবিজিবি কল্পনা
কিংবা প্রজাপতির শিল্পিত পাখা,
নয়তো সদ্য প্রেমে পড়া ললনার রঙিন আল্পনা
নব বিবাহিতার কব্জিতে শোভিত শাখা।


বালিকা তুমি
জাদুশিল্পের গভীর সাধনা
কিংবা গোয়েন্দার রহস্যঘেরা প্রশ্নজট,
নয়তো গভীর রাতের ঈশ্বর সাধনা
সাতরঙা গোধুলীর অসাধারণ দৃশ্যপট।


বালিকা তুমি
নতুন বইয়ের ভাঁজে লুকিয়ে থাকা মোহিত ঘ্রান
কিংবা সুহাসিনীর চিবুকে ফুটন্ত টোল
নয়তো পূর্ণিমার চাঁদে লুকিয়ে থাকা প্রান
সদ্য ফোটা শিশুর আধো আধো বোল।


বালিকা তুমি
আকাশে মতো কল্পনার বেসাতি
কিংবা চাতক পাখির চাওয়া,
নয়তো কবিতার খাতায় পঙতিমালার আরতি
অকারনেই ভালো লেগে যাওয়া।


27/2/2016