যেথায় তোমার শুরু সেথায় আমার শেষ
ঐ সফেদ চোখে ডুবিয়াছি এই আমার লেষ।
রহস্যঘেরা মন তোমার জানি না কি চাও
শুধু চাই বালিকা একটু ভালোবাসিবারে দাও।


অনামিকা ধরিতে চাহিবার একটু অধিকার
দাড়াতে চাই মুখোমুখি তোমার বারংবার।
চলো দুজনে বাই উজান গাঙ্গের নাও
বালিকা আমায় একটু ভালোবাসিবারে দাও।


যেথায় তোমার দুঃখের মালা গাথা
তাহা আমি গলে পরিবো পাতিয়া লইয়া মাথা।
সুখটুকুকে আঁচলে বাঁধিবো যেথা তুমি যাও
শুধু চাই বালিকা একটু ভালোবাসিবারে দাও।


পুরো পৃথিবীর একটি পথ মসৃন থাকিবে
সে পথ সদা ফুলেতে ঢাকিয়া রাখিবে।
সে পথেই কোকিল গাহিবে যেপথে তুমি যাও
বালিকা তবুও একটু ভালোবাসিবারে দাও।


আমার সকল ভালোবাসা লুটাইয়াছি কবে
তোমার নির্দয় মনের ছদ্মবেশী শবে
জানি জানি গোপনে সবই শুনিতে পাও
শুধু চাই বালিকা একটু ভালোবাসিবারে দাও।


মমতাজ, কিংবা রজকিনী যদি তোমার মতো হতো
পৃথিবীতে ভালোবাসার ইতিহাস কবেই হতো গত।
ইতিহাসের পাতা খালি থাকুক তুমিও কি চাও?
বালিকা তাইতো একটু ভালোবাসিবারে দাও।