তোমার জমে ক্ষির হওয়া প্রেমেও একদিন পঁচন ধরবে,
আবছা হয়ে আসবে জাদুকরি চোখের সেই চাহনী, পাক ধরব চুলে, কোন উদাস দুপুরে ভুল করে হয়তো আমায় পড়বে মনে।
তখন না হয় ভেবো আমি কি সত্যিই তোমার অযোগ্য ছিলাম।


আমায় দেখে কতবার ঐ মুখ লুকিয়েছিলে,
আমার আবেগের কি ঘুনাক্ষরেও কোন মূল্য দিতে।
জ্বলতে জ্বলতে মোমের আলো যখন নিভু নিভু করবে, তখন না হয় ভেবো আমি কি সত্যি তোমার অযোগ্য ছিলাম।


নিশ্চিত ভুলেও যে তুমি  পা বাড়িয়ে দিলে
শুভাকাংখী হয়েও আমি তাও নিয়েছি গিলে।
জানি, তোমার জীবনের সময় ঘড়িতে আমার কোনই দাম নেই। চলতে চলতে যখন থমকে যাবে ঘড়ি তখন না হয় ভেবো, আমি কি সত্যি তোমার অযোগ্য ছিলাম।


চারদিকে যখন অন্ধকারের হানা ক্ষণে ক্ষণে
তোমার পাপের প্রায়শ্চিত্ত্ব করবে মনে মনে।
জীবনটাকে টাইম মেশিনে টানতে ইচ্ছে হবে জন্মের লগনে। সেদিন আমার ষ্টেশনে একটু না হয় ভেবো, আমি কি সত্যি তোমার অযোগ্য ছিলাম।