কোথাও আস্থা নেই
কি ঘরে কি বাইরে
কি নরে কি মাইরে।
কি আইনে কি বেআইনে
কি সাইনে কি পেআইনে।


কোথাও আস্থা নেই
কি রাজায় কি প্রজায়
কি সাজায় কি সজ্জায়
কি জনগণে কি জনমনে
কি বিশ্বাস্যে কি মরনপণে।


কোথাও আস্থা নেই
কি প্রেমিকে কি প্রেমিকায়
কি সেবকে কি সেবিকায়
কি পাহাড়ে কি অট্রালিকায়
কি বাহারে কি গড্ডলিকায়।


কোথাও আস্থা নেই
কি পিতায় কি পুত্রে
কি মিতায় কি সূত্রে
কি গণিতে কি গণিকায়
কি শনিতে কি ভণিতায়।


কোথাও আস্থা নেই
কি পশুতে কি মানুষে
কি বায়ুতে কি ফানুশে
কি বর্বরতায় কি সভ্যতায়
কি সুশীলে কি অসভ্যতায়।


কোথাও আস্থা নেই
কি প্রকৃতিতে কি যন্ত্রে
কি ভূপতিতে কি মন্ত্রে
কি স্বর্গে কি নরকে
কি মর্গে কি সড়কে।


আস্থা নেই জন্মে আস্থা নেই মৃত্যুয়
আস্থা নেই মনিবে আস্থা নেই ভৃত্যয়
আস্থা নেই একায় আস্থা নেই জামাতে
আস্থা খুঁজি কেবল আমি আমাতে।


16/11/16