একবার তপ্ত দুপুরে স্বয়ং ঈশ্বরও মরতে বসেছিল,
ওমা পানি পানি করে সে কি চিৎকার
সেকি, মরুভূমিতে পানি আসবে কোত্থেকে?
নিজেই কি করে করবে নিয়মের সৎকার!
সংবিধান প্রণেতা চাইলেই ছুঁড়ে ফেলতে পারে কি মলাট বদ্ধ নিয়ম?
আগুনের বলয় থেকে রক্ষে পায় না দিয়াশলাইয়ের কাঠি।
আর ঈশ্বর হয়ে নিয়মের প্রাচীর কি করে ভাঙবে!


ঈশ্বর আরেকবার মরতে বসেছিল উত্তাল সমুদ্রে
চারদিকে রাগান্বিত পৃথিবী ঈশ্বরকে শাসিয়ে যাচ্ছে
আশে পাশে কেউ নেই, উল্টো নৌকার হাবুডুবু কেবল
বাঁচাও বাঁচাও বলে সে কি চিৎকার!
কে বাঁচাবে? তার যে কোন ঈশ্বর নেই
কাকে ডাকবে? তার যে কোন প্রভু নেই
নিজেই কি করে ভাঙবে প্রচলিত প্রথা।
স্বৈরাচারী ঈশ্বর যে বড় একা, খুব অসহায়।


২২-১৬-২০১৬
সিভাসু