তুমি আর আমি যেদিন প্রথম হেটেছিলাম নিয়ন আলোয়
আচমকা আমার হাত ধরে বললে, তুমি আমার নিয়ন আলো হবে?
আমি তোমার চোখে তাকিয়ে একবার ভেতরটা দেখে নিলাম
তারপর মৃদু হেসে কোন উত্তর দেই নি।


সেদিনও আমরা প্রথম আকাশ দেখছিলাম, দুষ্টু আকাশের সে কি ছোটাছুটি
তুমি আমায় খোঁচা মেরে বললে চলো আমরা আকাশ হবো,
আমি তোমার চোখে তাকিয়ে চঞ্চলতা দেখে নিলাম,
তারপর বাঁকা হাসিতে চোখ ফেরালাম।


মনে পড়ে কি সেদিন শাপলা ফুলের ছবি তুলতে গিয়ে
তুমি আমার বলেছিলে, আমি শাপলা হতে রাজী আছি যদি তুমি বর্ষার পানি না হও,
আমি ভেসে বেড়াবো তোমার স্পর্শে।
আমি তোমার চোখে তাকিয়ে বিশ্বাস খুঁজছিলাম
অতঃপর চোখ ছলছল করতেই সরিয়ে নিলাম।


বড্ড ছেলেমানুষি ছিলো তোমার
দুষ্টুমিতে কখন যে তোমাতে হারিয়ে গিয়েছিলাম তা আমার ঈশ্বর জানে।


তারপর বহুদিন কেটে গেলো আমি নিয়ন আলোয় হাটি না, আকাশ দেখি না, শাপলা ফুলও তোলা হয় না।
নিয়ন আলো, আকাশ আর শাপলা আজ কিছু কষ্টের নাম।


5 জুলাই, 2015