হাউজ অব মিররে দাড়িয়ে আমি এবং প্রতিফলক


স্মৃতি বিস্মৃতির মাঝামাঝি অর্ধ জাগরণে জাগতিক বিভ্রম
মুহূর্তে ঘটে যাওয়া দৃশ্যপট স্মৃতির দর্পণে ছবি হয়
মনের আরশীতে ভেসে ওঠে মায়ামুখ
অবিরাম ঘটে চলা চলমান দৃশ্যবলি
বিপন্ন বিস্ময় জাগায় বর্তমান অস্তিত্বে


হিমাচল থেকে বয়ে আসা বাতাসে স্ব গন্ধ পাই
কোন এক দিন হয় তো গায়ে মেখেছিলাম
পৃথিবীর অলিগলিতে জমা রাখা ছোঁয়া ও কথা
মনগহনে তানপুরার সুর হয়ে বাজে
শরতের রহস্যাকাশে খেলা করে মেঘ রোদ্রের অসমাপ্ত গল্প
প্রতিফলিত হয় গ্রহ নক্ষত্রের কক্ষপথে লেপটে দেওয়া চোখের আলো


ঘটে যাওয়া ঘটে চলা দৃশ্য অদৃশ্যের ভেতর
বুঝি আগে থেকেই ছিলাম আর এখনো আছি
তাই বর্তমান অস্তিত্বে ধন্ধে লাগে
মুহূর্তে ফেলে আসা নারী ও পৃথিবী
লাল ক্রাউন পড়া কাঠ ঠোকরার মতো ঠোকরায়


হাউজ অব মিররে দাড়িয়ে আমি এবং প্রতিফলক
ছুঁয়ে ছুঁয়ে দেখছি আপন কায়া যা কিছু ক্ষণপর স্মৃতি হবে