লোহা পেটাতে পেটাতে ভুলে গেছে রাধিকার প্রেম
কার্তিক কামার
ভুলে গেছে তাঁর সমৃন দেহের উষ্ণতা
এখন দাউ দাউ সুখে জ্বলে ঝাপসা রেটিনা
জংলি ছাপা শাড়ীতে মোড়ানো নক্ষত্র শুধুই অাগুনের
ফুলকি ছড়ায় . . .
কার্তিক কামার জেনে গেছে
লোহা পেটানোর বিকট শব্দেও কেন তার নেড়ি কুত্তার
ঘুম ভাঙ্গে না
অথচ খাওয়ার চপ চপ লঘু শব্দে ঘুম ভেঙ্গে যায় —