অসহায় বোধ করি যখন মহাকালে চোখ রাখি
আপন আলাপচারিতায় পেড়িয়ে যাই প্রান্তর অ-প্রান্তর
মায়াময় রাতের আঁধার যখন গ্রাস করে সমস্ত উজ্জলতা
আঁধারি আলোতে নিষ্পলক চেয়ে থাকে তরতরে কিশোরী নদী
তারকা পুঞ্জের মতো অগনিত চোখ. . .
আমি কোন এক গিরিচূড়ায় দাঁড়িয়ে দেখি মানুষ . . . মানুষ . . . মানুষকে ৷
গ্রহ নক্ষত্রের আকুতি সর্বোপরি মহাজগতের ক্রন্দন ধ্বনি
অলক্ষ্যে অদৃৃৃৃশ্যে কোথায় যেন মিলিয়ে যায়
মেসোপটেমিয়া থেকে বাতাসে বয়ে আসা ধ্বনি তরঙ্গ কানে বাজে. . .
চেতন অবচেতনে খুঁজে পাই হারানো মুখ
শূন্য উঠোনের নিষ্ফলা বৃৃৃক্ষরাজি মেতে উঠতে চায়
পাষাণের চাঁই গলে আগত বর্ষার জলের মতো আসে
সুখ নাকি দুঃখ ঠাহর হয় না
জল গড়ার ছলাৎ ছলাৎ শব্দের সাথে শুনি
মানব-মানবির ঘোরলাগা উল্লাস ধ্বনি
অতঃপর পৃৃৃথিবীর দেয়ালে সাঁটা তৈলচিত্রের চোখ হয়ে দেখি
মানুষ . . . মানুষ . . . মানুষকে