মানুষ যখন মানুষ বলতে শেখেনি
ঈশ্বরও তখন মানুষ বলতে শেখেনি
মানুষ যখন মানুষ বলতে শিখলো
তখন বিশ্বাসিদের দূ্র্বল দূর্গে অাশ্রয় নিলেন মহান ঈশ্বর !
প্রেরিত দেবদূতগণ শোনালেন ঐশী বানি
অামরা অন্ধ এবং বধীরের মতো মাথা ঝাকালাম
চললাম তার পিছু পিছু
তিনি পৃথিবীর ফাঁকফোকর চিরে এগিয়ে চললেন
এভাবেই কেটে গেলো সহস্র শতাব্দী
এর মধ্যে বিশ্বাসিদের খোলস সারে তিন হাজার বা তারও অধিক বার পরিবর্তন হলো
দেবদূত কোন এক রহস্যময় অরণ্যে হটাৎ অদৃশ্য হলেন
অরণ্যে সম্মুখে জড়ো হলো অগনিত অন্ধ এবং বধীর লোক
অরণ্য চিরে যে যার মতো পথ খুঁজে নিল
      কেউ ডানে
          কেউ বামে
              কেউ সামনে
                  কেউ পিছনে
মুষ্টিবদ্ধ কিছু লোক সম্পূন্ন নতুন এক দিকে তর্জনী উচিয়ে বললো
ওদিকটাই সঠিক পথ
মগজের সমস্থ ক্লেদ ধুয়ে মুছে নতুন উপত্যকায় তারা হাটতে লাগলেন . . .


তারা এখন গ্যালাক্সির অাঙ্গিনায় বসে
নক্ষত্রগুলিকে মার্বেলের মতো করে দেবতাদের সাথে ইচ্ছে মতো খেলে