মুখ-মুখোশের গল্প


জনৈক ব্যক্তির একটি পোষা কুকুর ছিলো
একদিন ভোরবেলা অনতিদূরে রাস্তার পাশে
কুকুরটির মাতৃভাষায় খুবই চিৎকার করতে ছিলো
আমরা গিয়ে দেখলাম জনৈক ব্যক্তি—
রাস্তা পার হতে গিয়ে ট্রাকচাপায় মারা গেছেন . . .
স্বজনেরা কান্নায় ভেঙে পড়লেন
আমরা শোকাবহ আবহাওয়ায় তাকে সমাহিত করলাম
সমাধির ওপর আশ্রয় নিলো কুকুর
কুকুরটি আর ডাকাডাকি করলো না
খাবার ভর্তি পাত্র থেকে মুখ ফিরিয়ে নিলো
অমরা সারাদিন অপেক্ষা করলাম যে কুকুরটি বুঝি ডাকবে
অতঃপর অন্যান্য দিনের মতোই অামরা খাবার টেবিলে গিয়ে বসলাম
আমরা লোকটির জন্য সেদিন তেমন প্রার্থনাও করিনি
অথচ পোষ্য কুকুরটি মনিবের জন্য গান গাওয়া বন্ধ করেদিয়েছিলো


Face and mask's tale :


A pet dog, a person had.
One morning,
At the far end of the road,
This is the dog, yelling out in the mother tongue.
Rushing, we found a man,
Runned over by a truck,
And breathed his last.
The kinsfolk broke into tear.
Buried in a elegiac state.
The pet dog, taking a shelter on the tomb, be speechless.
Turned away from the vessel,filled with victual.
All the day long,
We felt, the beloved dog would make sound, but not.
Hence, like the other day,
We are at the table to have meal.
This is we,not praying for the man gone.
But stopped singing the dog for the beloved