এখানে কম্পাস নেই
জলের বুক চিরে চলছে জাহাজ
ক্ষণে ক্ষণে রূপ বদলায় দমকা দাতাস
ধাবমান নক্ষত্রের নিচে রাত্রি জাগরণে উল্কার চকিত উদ্ভাস
এ কোন জল ? কোথায় চলেছি অামি !
কোন নগরের উপকণ্ঠে অামার প্রার্থিত গন্তব্য
কুয়াশার পালক সরিয়ে কে যেন ডাকে অায়
সেকি মানবী নাকি শুধুই মরিচিকাময়
অনাথ উপকূল জুড়ে চোখে পরে অাঁধার ক্যানভাস
জলের মানচিত্র পাল্টে যায়
মাস্তুলে লেপটে থাকে অস্তগামি সূর্যের ম্রিয়মান অালো
মরচে ধরা পেরেক অাধেক খুলে যায়
কুঁকিয়ে ওঠে জলমগ্ন পাটাতন—


এক অচেনা ভোরের পর্দা জুড়ে বসে দৃশ্যময়
সমগ্র দ্বীপপুঞ্জে বসে ভোরের মেলা—


অামি তো শুনেছি কিন্নরকণ্ঠি পাখির গান
জলের কোলাজ
অদৃশ্য গন্তব্য থেকে ওঠে অাসা স্বর
শুকেছি অসম্ভব মাদকতায় ভরা জীবন্ত ছবির ঘ্রাণ
অামি তো দেখেছি তুষারের স্তূপ
পাহাড়ের অলস ভঙ্গি
পাখিদের জিকির
দ্রুত ঘটে চলা বিস্মৃতি স-ব


অালো হয়ে অাছে স্মৃতির চাতাল
বিম্মৃতি পরে অাছে মৃতদের দলে
বিস্মৃতির পাতা ফুড়ে অাবার কে যেন ডাকে অায়
সেকি মানবী নাকি শুধুই মরিচিকাময় —