এই ধূসর উপত্যকা অামার চেনা
এখানে একদিন জেগে ছিলো সবুজের প্রাচুর্য
ঐশ্বর্যময় বুনো মানুষের বসতি
পানি ও প্রাণের উল্লাস
জ্বেলে ছিলো তাঁদের অরক্ষিত অাঙ্গিনায়
নক্ষত্রের টিমটিমে অালো
ঘন দূর্বাদলে পাতা ছিলো তাঁদের প্রণয় বিছানা
অনতিদূরেই ছিলো হয় তো পাহাড়ের ভেতরে খাঁজে খাঁজে
কাঁচা সোনার হিরিক
গ্রাসবার্গ অথবা তার চেয়েও অধিক
লাগাম ছারা সময়ের পিঠে সোয়াড়ি পৃথিবী
কালক্রমে জেনে গেছে মাটি বিভাজন সূত্র
অাজ যা ভূ-কেন্দ্রের পবিত্র মিনার
টেকটোনিক প্লেটের স্বতঃস্ফূর্ত চলনে কাল তা অন্য দ্রাঘিমার
জলের ইতিকথা কেন্দ্র দখল করবে
পানি ও প্রাণ জেগে উঠবে অাবার