আমি দেখেছি তোমায় নীল আকাশে
     পাখির ঝাঁকের মাঝে
দেখেছি তোমায় নদীর বাঁকে
নৌকার দোলানীতে
সবুজে শ্যামলে ঘেরা দিগন্তের
পথ হারা শেষ সিমান্তে
যেথায় সূর্য ডুবে প্রতিটি সন্ধ্যায়
দেখেছি তোমায় সেখানে
দেখেছি তোমায় লাজুক পাতায়
গ্রাম্য বধুর সাজের মাঝে
দেখেছি তোমায় কৃষকদের
সবুজের ফসলে ঘেরা মাঠে
দেখেছি তোমায় কুয়াশা ঘেরা
শীতল হাওয়ার মাঝে
আমি দেখেছি তোমায়
বালিকার আচলে ঘেরা
অচেনা মায়ায়
দেখেছি তোমায় গাছের ছায়ায়
রাখালের বাশির সুরের মাঝে
দেখেছি তোমায় পথে প্রান্তরে
দেখেছি তোমায় ফসলের হাসিতে
তোমার মাঝে  খুজে পেয়েছি
এই বাংলার মুখ।