আহাঃ এ কি সর্বনাশ!
দেবীর চরণে বলি হবে নাকি রাজ বাড়ির রাজ হাঁস
বলির পাঁঠা ঘুরিয়া সারা সমস্ত বিল ক্ষেত
রাজ হাঁসের রক্ত পিয়াসে বিশাল জমায়েত
জ্যোতিষ কূলে লগ্ন খোঁজে সে কি হাঁপিশ্বাস
পারে যদি করে এক হুংকারে শনির রাহু গ্রাস
রাজ বাড়ির ঐ রাজ হাঁস খানা কিছুই নাহি বোঝে
সুধায় সকলে পাঁঠার বদলে কেন লইলো তারে বেছে
এর জবাবে জড়ো হইলো কতশত সাক্ষীসাবুদ
সত্য মিথ্যার জালে পেঁচ খাইয়া সে বড়ই নাস্তানাবুদ
লগ্ন আসিতেই কুরবানী দিতে হইলো নাহি দেরি
আর মুক্ত পাঁঠা ছাড়িয়া যাচ্ছে অসঙ্গতির বেড়ি