আরে দেখ দেখ ঐ ঈশানের মেঘে
কিষাণ ছুটিলো ঝঞ্ঝার বেগে
খুব অহেতুক হাঙ্গামাতে,
গিন্নি বিলাপ জুড়ে,
"আয় আয় ওরে কোথায় তোরা
হলেম বুঝি কপাল পোড়া
গোয়াল যে মোর রিক্ত হলো
বুঝি বাঁজে সব মরে
ওরে কোথায় গকু, কোথায় বুলু
আয় নারে বাপ আয়
জল থেকে ওঠ, মোর পিছে ছুট
মাতিস না বাহানায়"
"মারে আছি তো বেশ জল শলীলে
উঠি না আর একটু পরে!
আবার কবে পাইবো আবার
বৃষ্টি এমন মুষলধারে"
"এ সময় নারে হেলা ফেলার
ঝড় নাম  বুঝি এই এক্ষণে
বাঁজ কি পড়ে নাম ধরে আর
যে শূণ্য হবে কেবল গোয়াল"