চলছে ছুটে দৈহিক ট্রেন
ক্লান্তি বিমুখ অবিরত,
নিজ গতিতে বলো সে কোন্
নিয়ন্ত্রকের ইচ্ছেমত?|

মুখরোচক সময় পেয়ে
অন্ধ কাকে আছো ভূলে?
একটুও কী হাত দিয়েছ
খুব গোপনে গভীর চুলে?

কবে কোথায় পিছলে হঠাত্‍
চলন্ত এই ট্রেনের চাকা?
উল্টে যাবে চিরতরে
জীবন তোমার রঙীন ঢাকা|

অক্ষমতা বসবে সারা
শরীর জুড়ে তোমার প্রিয়,
থামবে দেহের সঞ্জিবনী
কর্মকাণ্ড বায়বীয়|

এখনো তাই সেই রেখাহীন
কাতর সময় মনে করে,
মূল চালকের যত্ন করো
একনিষ্ঠ হৃদয় ভরে|

চোখের জলে ভাসাও রাতের
অনুতপ্ত গভীর ভূমি,
বুকে বাঁধো পাঁচ প্রহরের
সতের এর সকল তুমি|

মিথ্যাকে দুই শক্ত হাতে
অতলান্তে দাফন করো,
ঘোর বিপদে হিংস্রতা নয়
পাহাড় সমান ধৈর্য্য ধরো|

বিভেদ রাখো সাদা কালোয়
ক্ষুধার্ত ঐ পকেট মাঝে,
ঠুনকো আত্মা পাথর করো
প্রজ্জলিত ঈমান ঝাঁঝে|

তবে তোমার থামেও যদি
শরীর ট্রেনের ছুটে চলা,
চির সুখের সুরায় প্রিয়
ভিজবে তোমার শুকনো গলা|