দোষ কোথায়


একটু খানি হাসিই শুধু কারোর যদি বুক ভাসায়
সে হাসিতে দোষ কোথায়?
একটু খানি গম্ভীরভাব কারোর যদি চেতনা ফেরায়
সে গাম্ভীর্যে দোষ কোথায়?
একটু খানি কথাই শুধু কাউরে যদি পথ দেখায়
সে কথাতে দোষ কোথায়?
একটু খানি কাজই শুধু কাউরে যদি সাহস যোগায়
সে কাজেতে দোষ কোথায়?
একটু খানি দানই শুধু কারোর যদি প্রাণ বাঁচায়
সে দানেতে দোষ কাথায়?
একটু খানি ভালোর আশায় কাউরে যদি বন্ধু চায়
সে চাওয়াতে দোষ কোথায়?
দোষ কোথায়? ভাই, দোষ কোথায়?