খোকা ও পথিক


যাও কোথা যাও পথিক ভাই
দাঁড়াও, কিছু জানতে চাই।
তাড়া অতি সময় নাই
বল খোকা, শুনেই যাই।
যেদিন হেথা ফলত সোনা
মন্দ মানুষ হাতে গোনা
ফসল ছিল গোলায় চড়া
হাসি ছিল গাল ভরা,
সত্যি করে বল ভাই,
সে সব দিন গেল কোথায়?
বলছি শোন গোপন কথা
কানটি আন কাছে হেথা
ফসল হাসি সবই আছে
গেছে শুধু লুকিয়ে গেছে।
তোমরা মানুষ হলেই তবে
পাবে সবই ফিরিয়ে পাবে।
পথিক তোমায় দিচ্ছি কথা
মানুষ হয়েই মুছব ব্যথা।


                                 জয়পুরহাট, 12/05/2016