সবুজ পরী সবুজ পরী
তোমার কথা ভাবি যখন
যেন অম্বরেতে উড়ি,
ভাবনা গুলো ভেবেই চলে
একি বসন্তের ফুলঝুড়ি।


বন্ধ করে অক্ষি যখন
ভাবি তোমার মূখ,
হৃদয় মোর দোল খেলে যায়
একি অজানা এক সুখ।
মন রাঙ্গানো মন দোলানো
হাসি যে তোমার
কড়া রোদের বৃষ্টি যেন
শেষে বরষার।
লাজুক লাজুক চাহনিতে তুমি
যেন সদ্য ফোটা পদ্ম।
মিটেনা সখ যতই দেখি
একি অফুরন্ত গদ্য।


সবুজ পরী সবুজ পরী
যেওনা কখনো উড়ি,
তুমি হিনা জীবন যেন
ফুলহীন এক ফুলঝুড়ি।