প্রকৃতির নির্মম পরিহাসের শিকার-
             একই নিয়মে জন্ম সবার-
               যা বিভেদ কিছু আঙ্গিক,
                            কিছু কণ্ঠের;
   অনিচ্ছায় বৈষম্যের কবলে জীবন-
           প্রকৃত দোষী ক্রোমোসোম;        


অস্পৃশ্য নয় ওরা,
        খাওয়া পরা সব এক-
আছে স্বপ্ন আছে মন-
         আছে আশা অনেক |


আজও সভ্য শিক্ষিত সমাজ
                   ভ্রুকুঞ্চিত করে-
হাত তালির শব্দে মাথা না নাড়ে-
নিজের গাঁ বাঁচিয়ে এদিক ওদিক ঘুরে,
সাহায্যের হাত বাড়াবেনা বলে,
নয়তবা, কেন দেবো? এই মনোভাবে!
প্রশ্ন - রাখবে কি ওদের ঘরের কাজে?


তৃতীয় লিঙ্গ স্বীকৃত ওরা দেশে,
গ্রহনীয় না তবু কোনো কাজে,
কর্মহীনতার হাত তালি বেজে-
অমর্যাদা তাচ্ছল্যে এই সাজে সেজে-
অভাবে আজ ওরা এই স্বভাবে |


জন্মদাতাই যাদের রাখে না বুকে-
সমাজ করবে সন্মান কি দু:খে?
প্রশ্ন - কবে আসবে জন-জন মনে সাম্যতা?
            কবে হবে আরও দরদী মানবতা?