ক্ষয়ে ক্ষয়ে আমি প্রায় শেষ
যেটুকু রহিয়াছে বাকি,
সেটুকুই তুলে নেও, হবার আগে নিঃশেষ।


এক রিপুর তাড়নায় ক্ষয়ে যাচ্ছি আমি
রহিয়াছে বাকি আরো পাঁচ,
তাহারা তাড়না করিলে আমায়
জেনে রেখো, আমি হবো নিঃশেষ।


তাই বলি, এবার আমায় নেও হে নাথ;
যেটুকু ফুল ফুটিয়েছে, গন্ধে সুবাস ধরিয়াছে
সেটুকু তুলিয়া নেও তোমার পূজায়, হবার আগে নিঃশেষ।


মনে জাগে সদা ভয়,
কোন রাতে ঝরিয়া পড়ি ধূলায়
প্রভাতের বাসি ফুলের ন্যায়,
পদদলিত হয়ে যদি না লাগি তোমার পূজায়!
রাত নামার পূর্বে তুলিয়া লও আমায়
রাখিও এ অধমরে তোমার চরনে,
সন্ধ্যা রাতের পূজায়।