সুগন্ধির গন্ধ ছড়িয়ে
হয়ে যাবো আমি নিঃশেষ
গন্ধ থাকবে না, আমিও থাকবো না
মিলিয়ে যাবো দমকা হাওয়ায় সর্বশেষ।


আমি অন্ধের মত প্রানের উল্লাসে হাসবো
পথ চলবো জীবনকে ভাল না বাসবো
থাকবে না কারো প্রতি কোন দায়
আমি তখন হয়ে যাবো চোখ না থাকা নির্দয়।


আমি বন্ধ করে দেব সব ইন্দ্রিয় শক্তির দ্বার
হাসি-কান্না-হা হা কার
দিন-রাত্রি-অন্ধকার
একই চক্ষে এক রূপকার
একই বক্ষে এক ক্ষত বার বার।


থাকবে না আসক্তি, কামনার হবে না উদয়
সুখ-দুখ সবই তো এক পাল্লায়,
আমি দেখবো না শত রং আর
দেখবো এক রং অন্ধকার।


আমি আবার আসতে চাই ফিরে
তবে এই বেশে নয়, সুগন্ধির রসেও নয়
এক অন্ধ মানুষের সুখের স্বরূপে।