ভ্রমর পরে প্রকৃতির ফুলে
রূপ-রস-গন্ধে নিজেকে ভুলে,
তেমনি বসেছি আমি তোমার শরীরে
কামনার জোয়ার যে এসে পড়ছিল আমার অন্তরালে।।


ভাবসা মিষ্টি গন্ধনেই তোমার শরীরে
নেই ছাবশা আবছা বালিশে,
আছে শুধু চোখে দেখা শরীর, শুধুই এই শরীর
কাছে টান আবুঝ লোককে নিজের লোভ লালসে।


তবুও তোমার হাত,
নিমেষেই করে দিতে পারে নিশেষ,
আমার মনের কচিপাতার আকৃতিম সজীব রস।।