তেমার কাছে কি লুকাব বলো
ক্ষনিকের জন্য তুমি অামার অাপন।
কিছু ক্ষন পর
তুমিও চলে যাবে
অামিও চলে যাব,
অার হয়তো দেখা হবে না
জীবনের এই ক্ষুদ্র সময়ের তাল গোলে।


সে ছিল মোর বরই অাপন
তার ব্যাথা অামার হৃদয়ে বাজে
অানন্দের ছলে মন্দিরের ঘন্টা বাদক
প্রেমের ঘন্টায় সজোরে করে অাঘাত।
পিতলের ঘন্টার শেষ ধ্বনি
বাজিতে বাজিতে অামার উদ্দীপ্ত
শরীরে বায়ু বহে শীতল।
নীরবে স্বচ্ছ ভাবে বয়ে যায়
রক্ত নালী দিয়ে বের হয়ে যাবে প্রায়।
লাল কনা রূপান্তরিত হলেও সাদায়
তোমার প্রতি ভালবাসা থাকবে সদাই।


যাও ভাল থেকো
অার নিজের প্রতি খেয়াল খুশি রাখ
দেখা হবে মনের সাথে মনের অাবার
যেখানে জমে ছিল ক্ষতের অন্ধকার।