দুটো প্রানের কথা বলার জন্য
তোমায় খুজে বেড়াচ্ছি হন্য হয়ে,
শুধু বলার জন্য না
শোনবার জন্য প্রান খুলে দাড়িয়ে।


একা একা তোমাকে যখন ডাকি
তখনতো কথাই বলি বৈইকি,
কিন্তু কথার প্রীত
জিভে লেগে থাকে।


কোন কান শোনে না
অন্য কারো কান্না,
অামার মত কেউ কাঁদছে
তা শোনবার জন্য কান উন্মুখ হয়ে অাছে।


তোমায় ছাড়া কে করে এ মনে
সেই রোদন মধু বর্ষন,
তোমার হাতের পরিলে কর্ষন
নতুন করে শুরু হবে অাষার-শ্রাবন।


বারি বর্ষন অার থাকবে না
প্রেমের বাধ ভাঙ্গবে অাবার বোধন
উন্মুক্ত হাসির শব্দ শুনতে পাই
শুনতে পাইনা অার কারো কান্না।