নীলের উপর নীলের ছায়া নিষ্ফল করুণা,
শব্দের উপর শব্দের আঘাত নির্বাক রূহানা।
নিঃশব্দে বয়ে যায় সমুদ্রে স্রোতের পর স্রোত,
নিরালোকে বিলীন হয় সুউচ্চ পর্বতের প্রোত।
আলোর খোঁজে তারার কাছে উত্তপ্ত অগ্নিকুণ্ড,
দগ্ধ করে ছাই হয়েছি পেলাম পবিত্র দন্ড।


যত শব্দ হয়নি বলা, যত সুর আছে উতলা,
যত নদীর দুঃখগাঁথা, যত পাখির গানের বেহালা,
সুর উঠাও, সুর উঠাও অচিন রঙের মূর্ছনায়।
শান্ত করো অশান্ত হৃদয় পাথরের প্রেরণায়।
এ সুরের নেই কোন ধ্বনি, দিব্যকর্ণে প্রতিধ্বনি,
অসুরো এই সুরের শিল্পী সদা জাগিয়ে তোলে নবনী।


চিরদিনের এই দ্বন্দ্ব, নেই কোন ছন্দ,
দৃষ্টিনন্দন তোমার প্রবন্ধ, সবই আজ নিরানন্দ।
চলেছি এই পথ বহুদূর, যেতে হবে সুদূর,
আলো নেই, দিশা নেই, ভয় নেই  দস্যুর।
বুকের গহীনে সদা প্রাণবন্ত
এই দীনতার নেই কোন অন্ত।