গোধূলির শেষে অন্ধকার হয়ে অঝর ধারায় নামবে বৃষ্টি
ধুর আকাশপানে তাকিয়ে রবে তোমার ঐ দৃষ্টি
মাতাল হাওয়ায় তুমি হবে উন্মাদ
মেঘ এসে ঢেকে দিবে আকাশের বাঁকা চাদ
সেদিন যদি মনে পড়ে আমায় কোন এক নির্জনে বসে
বাতাসের কাছে জানতে চেয়ো ঠিকানা,
বলে দিকে কানে কানে এসে
বাতাসের সাথে উড়িয়ে দিও একখানা চিঠি
মেঘের ফাকে তারাগুলো উকি দিবে মিটি মিটি
আকাশের ঐ উজ্জল তারা হয়ে আসব আধার রাতে
আলোকিত করে দিব তোমার দেহ, হাতে হাত রেখে
দুজন মিলে পাড়ি দিব ঐ তারার দেশে
ভালবাসি তোমায় আমি বলবে তুমি হেসে
উড়তে উড়তে দুজন মিলে হব নিরুদ্দেশ
দূর আকাশে দুজন মিলে গড়ব নতুন দেশ।